Description
২। দ্রুত ক্ষত সারায়:
আলকুশি পাতার রস ফোড়ায় দিলে অচিরেই তা ফেটে যায় এবং দ্রুত ভাল হতে থাকে। এই উদ্ভিদের শিকড়ের রস ও ক্ষত সারাতে কার্যকরী। জীবজন্তুর গায়ে আঘাত থাকলে বা ক্ষত থাকলে এতে আলকুশির শিকড়ের রস দিলে দ্রুত ক্ষত স্থান ভাল হয়ে যাবে।
৩। যন্ত্রণা কমায়:
কোন পোকামাকড়ের কামড়ে বা বিছের দংশনে আলকুশীর বীজের গুড়া লাগালে অনেকাংশ যন্ত্রণা কমে যায়। এছাড়া এর বীজ চিনি ও দুধসহ সেদ্ধ করে খেলে বাত রোগের উপশম হয়।
৪। শারীরিক শক্তি বৃদ্ধি করে:
গবেষণায় দেখা গেছে, নিয়মিত আলকুশি বীজের গুঁড়া এক গ্লাস পরিমাণ দুধের সাথে মিশিয়ে খেলে শারীরিক শক্তি বাড়ে ও ক্লান্তি দূর হয়। তাই দিনের শুরুতে বা দিনের শেষে এক গ্লাস আলকুশি বীজের শরবত আপনার শরীরে শক্তির যোগান দিতে পারে।
৫। জ্বর, সর্দি-কাশি ভাল করে:
আলকুশি গাছের শিকড়ের রস বা বীজ গুঁড়া জ্বর, সর্দি-কাশি ভাল করতে ব্যাপক কাজে লাগে।
৬। রক্তপাত বন্ধ করে:
ব্যথা পেলে বা মাসিক ঋতুস্রাবে অনেকেরই অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে। এক্ষেত্রে আলকুশি শিকড়ের রস ক্ষতস্থানে লাগালে রক্তপাত দ্রুত বন্ধ হয় এবং মাসিকের ক্ষেত্রে আলকুশি বীজ গুঁড়া গরম পানি বা দুধের সাথে মিশিয়ে খেলে রক্তক্ষরণ কমে। পাশাপাশি শরীরের শক্তিও পুনরুদ্ধার হয়।
৭। নানা রোগ নিরাময় করে:
আলকুশি বীজ গুড়া মধুসহ খেলে কলেরা বা অনুরূপ মারাত্নক পেট খারাপ জনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া হঠাৎ হাত-পা, অঙ্গ-প্রত্যঙ্গ ঝিনঝিন করা, অবস হয়ে যাওয়া ইত্যাদি সমস্যার সমাধান মেলে নিয়মিত আলকুশি বীজ গুঁড়া খেলে।